মালদা

পঞ্চায়েত ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী

পঞ্চায়েত ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যায়, সোমবার শহরের মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই আলোচনা সভায় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও হাজির ছিলেন জেলার তৃণমূলের একাধিক নেতৃত্ব। এদিনের এই সভায় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, সব গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সমিতির সভাপতি তৃণমূলের করতে হবে, তৃণমূল ৭০ শতাংশ পঞ্চায়েত একক ভাবে দখল করেছে, ২০ শতাংশ অঞ্চল ত্রিশঙ্কু অবস্থায় ঝুলে রয়েছে। সমস্ত ত্রিশঙ্কু পঞ্চায়েতগুলিকে তৃণমূলের দখল নিতে হবে বলে নির্বাচিত জনপ্রতিনিধিদের এমন ভাবেই নির্দেশ দেন। 

এবিষয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা মালদা জেলার অবজারভার শুভেন্দু অধিকারী বলেন, "কংগ্রেসের বড় বড় রাঘব-বোয়ালরা আমার সাথে যোগাযোগ করছে। মুর্শিদাবাদের কায়দায় প্রথম সারির বিরোধী জন প্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। তাসের ঘরের মত ভেঙে পরবে বাম কংগ্রেস ও বিজেপি।" মালদা কলেজ অডিটোরিয়ামের এই সভায় নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সর্তক করে শুভেন্দু বলেন, প্রধান, সভাপতি ও সভাধীপতি নির্বাচনের ক্ষেত্রে দলের হুইপ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে দল বিরোধী আইনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/rIxyGHc7vcQ